দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আলিপুরদুয়ারে, তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল

Swimming pool news


দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আলিপুরদুয়ারে, তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল। বিধায়ক সুমন কাঞ্জিলাল এর উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আলিপুরদুয়ার এর ১৮ নং ওয়ার্ডে তৈরি হবে এই সুইমিং পুল। রবিবার সাত সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আধুনিক মানের সুইমিং পুল। ১ মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই খুব দ্রুত শিলান্যাস প্রক্রিয়া হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আলিপুরদুয়ারে।


আরো জানা গেছে সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনুকূল্যে দিনহাটায় তৈরি হচ্ছে সুইমিং পুল, ইতিমধ্যেই শিলান্যাসও হয়ে গেছে। এবার একই মডেলের সুইমিং পুল তৈরি হবে আলিপুরদুয়ারে।


রবিবার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার পর দিনহাটায় সুইমিং পুলের জায়গাটি পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।


এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিধায়ক সুমন কাঞ্জিলাল আমাকে আলিপুরদুয়ারে সুইমিং পুলের জন্য বহুবার আবদার করেছে। ইতিমধ্যেই দিনহাটায় সুইমিংপুলের কাজ শুরু হয়ে গেছে।, আশা রাখছি এক মাসের মধ্যেই আলিপুরদুয়ারেও কাজ শুরু হবে।