‘যোগ্য’দের নাম শিক্ষা দফতরে পাঠিয়ে দিল এসএসসি! 

ssc


‘যোগ্য’দের নাম শিক্ষা দফতরে পাঠিয়ে দিল এসএসসি, এমনটাই শিক্ষা দফতর সূত্রে খবর। যোগ্য চাকরিহারাদের সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য শিক্ষা দফতরে ইমেইল করেছে এসএসসি। তালিকায় এমন ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

সুপ্রিমকোর্টে চাকরি বাতিলের পর যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তোলে চাকরিহারারা। এনিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকও হয়। সেখানে শিক্ষা দফতরের তরফে আশ্বাসের সুরে বলা হয়, যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)। আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনও বিরোধ নেই বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দফতর এমনটাই সূত্রের খবর। যদিও এনিয়ে অফিশিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার বিকাশ ভবনে ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির কাজ চলছে। ২১ তারিখ হয়তো সেই তালিকা প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন।