নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে

নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে


একদিকে যখন গরমে নাজেহাল অবস্থা সমতলের বিভিন্ন জায়গায় সেই সময় উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত। তুষারপাতের কারণে ছাঙ্গু লেক এলাকায় পর্যটক বোঝাই গাড়ির লম্বা লাইন।

নববর্ষের রেশ কাটতে না কাটতেই ফের খুশির আবহাওয়া সিকিমে। যখন নববর্ষের কথা হচ্ছে তখন সকলেই রয়েছেন ফেস্টিভ মুডে, অনেকেই আবার বেরিয়ে পড়ছেন পাহাড় সফরে। আর তারই মাঝে পর্যটকদের মন জয় করছে অকাল তুষারপাত।

এই মুহূর্তে পর্যটকে ঠাসা উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। আর সিকিম মানেই ছাঙ্গু লেক, দূর দূরান্ত থেকে এই ছাঙ্গু লেকে পর্যটকরা এসে থাকেন। তবে আসার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো তুষারপাত। কিন্তু অনেকেই এই তুষারপাত দেখতে পারেন না, খালি হাতেই ফিরে যেতে হয় তাদের। তবে এই মুহূর্তে বাংলার নববর্ষে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ও ছাঙ্গুতে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকরা।