দিনে দুপুরে শ্যুট আউট, টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালালো দুষ্কৃতীরা!

Birbhum news


বীরভূম:

বীরভূমে শ্যুট আউট। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি'র। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরষা গ্রামে। তিনি পাথর ক্রাসারের মালিক। 

এদিন বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরী দেওয়ার জন্য তিনি নিরষা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে ৮-১০ জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকার না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপ বাস্কি'র নামে ওই পাথর ব্যবসায়ীর। 



পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনটাই খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।