মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করতে নির্দেশ সুপ্রিম কোর্টের!

Sc


মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করতে নির্দেশ সুপ্রিম কোর্টের! মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। 



ধমক দেওয়ার পাশাপাশি বিচারপতিদের মন্তব্য, ওই আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন রয়েছে।



ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্ত হোক বলে চেয়েছিলেন। সেই মামলা নিয়েই সোমবার একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, ‘‘কোন তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে?’’



বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ জানায়, মামলাটির কোনও সারবত্তা নেই। বিচারপতি কান্তের পর্যবেক্ষণ, এই মামলায় হস্তক্ষেপ করার প্রশ্নই নেই। এর পরেই মামলাকারী আইনজীবীকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। তবে ভুল সংশোধন করে নতুন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতিরা।




সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই। কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে করা হয়েছে। মামলা দায়েরের পদ্ধতি সঠিক নয়। আদালতের প্রশ্ন, কারা অত্যাচারিত? ঘরছাড়াদের নামের তালিকা কোথায়? মামলায় তথ্য এবং আইনি দিক থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের।