স্টেশনের নাম নিয়ে আজও দ্বিমত।নাম পরিবর্তনের আশায় স্থানীয়রা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
স্টেশনের নাম নিয়ে আজও দ্বিমত।নাম পরিবর্তনের আশায় স্থানীয়রা। প্রায় এক দশক ধরে স্টেশনের কোনো নামই ছিলো না। নামহীন অবস্থায় ছিলো এই স্টেশন। স্টেশনে ট্রেন প্রবেশের পর স্টেশনের নাম খুঁজতেন যাত্রীরা। সাইনবোর্ডে স্টেশনের নাম না দেখতে পেয়ে কৌতুহল বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। গুঞ্জনও শুরু হতো।নাম হীন স্টেশনকে নিয়ে ট্রোল শুরু হয় সোশ্যাল মিডিয়া। বহু জল্পনার পর অবশেষে পুরনো নামেই ফিরলো বাঁকুড়া মশাগ্ৰাম রুটের রায়না মৌজায় রায়নগর স্টেশন।
১৯১৬ সালে পূর্ব বর্ধমানের রায়না ব্লকের রায়না মৌজায় তৈরি হয় বাঁকুড়া এবং বর্ধমান জেলার রায়নগরকে সংযুক্তকারী পুরাতন ন্যারোগেজ রেলপথ।রেল স্টেশনটি বাঁকুড়া-মসাগ্রাম রেল লাইনের উপর অবস্থিত। স্টেশনটি রায়নগড় নামে পরিচিত ছিল। কিন্তু রায়না গ্রামের লোকেরা এটি মানতে চাননি। স্টেশনের নাম নিয়ে রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যে বিবাদ শুরু হয়।
যেহেতু এই স্টেশনটি রায়না মৌজার, রায়না গ্রামের তৈরি হয়েছিল, তাই গ্রামের লোকেরা দাবি স্টেশনটি রায়না স্টেশন নাম রাখা হোক। অন্যদিকে পুরনো নামই বহাল রাখার দাবি করেন রায়নগর এলাকার বাসিন্দারা।স্টেশনের নাম নিয়ে বিবাদ রেলওয়ে বোর্ডের কাছে পৌঁছায়।
বিবাদ চরম হতেই স্থানীয়দের একাংশ স্টেশনে থাকা বোর্ডের নাম মুছে দেয় বলে অভিযোগ। স্টেশনে থাকা বোর্ডের নাম মুছে ফেলা হলেও টিকিটে রায়নগর স্টেশন নামই থাকতো।১৯৯৫ সাল থেকে বন্ধ হয়ে যায় এই রেল পথটি।ফের ২০০৫ সাল থেকে পূনরায় চালু করাহয়।
১৯৯৮ সালে রেল এই লাইনটি ব্রডগেজ করার পরিকল্পনা নেয়। তিন ধাপে কাজ হয়। প্রথমে বাঁকুড়া থেকে সোনামুখী, পরে সোনামুখী থেকে রায়নগর এবং শেষে রায়নগর থেকে বর্ধমান হাওড়া কর্ডলাইনের মশাগ্রাম পর্যন্ত এই লাইন সম্প্রসারিত হয়। ২০০৮ সালে রায়নগর পর্যন্ত লাইনে যাত্রী পরিবহণ শুরু হয়।
সেই থেকেই শুরু বিতর্ক। স্থানীয়দের একাংশ স্টেশনের নামকরণ নিয়ে আপত্তি তোলেন। তাঁদের দাবি ছিল, স্টেশন রায়না মৌজায় যখন অবস্থিত, তখন নাম করতে হবে রায়না। তা ছাড়া, সেখানকার ব্লক, পঞ্চায়েত সমিতি, বিধানসভা কেন্দ্র, থানা— সব কিছুর নামই রায়না। স্থানীয়দের দাবি, বছর দু’য়েক এই নাম নিয়ে আন্দোলনের পরে, কিছু লোকজন প্ল্যাটফর্মের বোর্ডে লেখা রায়নগর নাম মুছে দেন। তারপর প্রায় একদশক বছর ‘নামহীন’অবস্থায় ছিলো এই স্টেশন। তবে যাত্রীদের রায়নগর স্টেশন লেখা টিকিটই দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊