চাকরি বাতিলের প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের 

Burdwan news



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় আজ। মিছিলটি গুহ মার্কেটের জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডের কাছে শেষ হয়। সেখানেই একটি পথসভা করা হয়। 



উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ শাখা সংগঠনের সভাপতিরা। বিধায়ক বলেন বিজেপি এবং সি পি এম যৌথ ভাবে চক্রান্ত করে রাজ্যে অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। যে ২৬০০০ শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী তাঁদের পাশে আছেন তাঁরা যেন চিন্তা না করেন। কারণ মুখ্যমন্ত্রী যা বলেন সেই কথা রাখেন। 



ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই ২৬০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ব্যবস্থা করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বৈধ শিক্ষক দের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাঁদের কোনো চিন্তা নাই। কোনো ভাবেই তাঁরা যেনো কারোর প্ররোচনায় না পড়েন।ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে প্রায় হাজারেরও বেশী ছাত্র যুব পা মেলান।মুখ্যমন্ত্রী যখন বলেছেন তাঁর কথা তিনি নিশ্চয়ই রাখবেন। বাংলার মানুষ এই চক্রান্তকারী সিপিএম ও বিজেপিকে আগামীতে উচিত শিক্ষা দেবে বলে তিনি জানান।