উত্তর সিকিম ধসের কারণে লাচেন ও লাচুংয়ে আটকে প্রচুর পর্যটক , উদ্ধারে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, সিকিম
লাগাতার বৃষ্টিপাতের দরুন উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় ধস নামার কারণে বিপর্যস্ত , সংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিপর্যস্ত। চুংথাং-লাচেন ও চুংথাং-লাচুং রুটে বেশ কিছু জায়গায় ধস নামার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটনাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।
জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ সূত্রে খবর মিলেছে ধসের কারণে লাচেনে আটকে অন্তত ৬০০ পর্যটক ও ১০০টিরও বেশি গাড়ি, পাশাপাশি লাচুংয়ে আটকে রয়েছেন অনেক পর্যটক ও গাড়ি। চুংথাংয়ে আশ্রয় নেওয়া পর্যটকদের প্রশাসনের সহায়তায় ইতিমধ্যেই গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তাঘাট সচল কয়েকদিন সময় লাগবে। আপৎকালীন পরিস্থিতিতে স্থানীয় পুলিশ ও প্রশাসন হোটেল মালিক ও পর্যটকদের অনুরোধ করেছে তারা যেন আপাতত নিজেদের অবস্থানে থাকেন এবং খুব প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না বের হন।
দ্রুতগতিতে উদ্ধার কার্য চালাচ্ছে প্রশাসন ,রাজ্য প্রশাসনের তরফেও পর্যটকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊