উদয়নের ডেরায় নতুন কর্মসূচি ঘোষণা কাকা ভাইপোর

Rabi and Parth


এক দশক পরে সাবেক সিট মহলের বাসিন্দারা কেমন আছেন তা দেখতে সোমবার সন্ধ্যে 6 টা নাগাদ সাবেক ছিট পোয়াতুরকুঠিতে আসেন রবি-পার্থ। সাবেক ছিট এর বাসিন্দাদের সমস্যার কথা কোচবিহার জেলাশাসকের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানান তারা । সোমবার দিনহাটা দুই ব্লকে পোয়াতুরকুঠিতে অসুস্থ ছিটমহল আন্দোলনের নেতা মনসুর আলী মিয়াকে দেখতে আসেন রবি বাবুরা । সেখানেই এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তারা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এলাকায় তাদের কর্মসূচিতে গড় হাজির ছিলেন মন্ত্রী থেকে শুরু করে ব্লক তৃণমুল নেতৃত্ব।

২০১৫ সালের ৩১শে জুলাই ভারত বাংলাদেশের মধ্যে ছিট মহল বিনিময় হয়। ছিট মহল আন্দোলনকারীর নেতৃত্বদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মনসুর আলী মিয়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ছিট মহলে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। তবে এক দশকেও অনেক সমস্যা রয়েছে এখনো। একাধিক অঙ্গনওয়ারী কেন্দ্র তৈরি হলেও চালু হয়নি। সম্প্রতি তাদের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এখনো তারা জমি কেনাবেচা করতে পারছে না। অনেক জায়গায় পানীয় জলেরও সমস্যা রয়েছে এখনো। অনেকেই বার্ধক্য ভাতা ,লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। এক দশকেও এই সমস্যাগুলির সমাধান হয়নি। রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে তৃণমূল নেতৃত্বরা সাবেক ছিট মহলবাসীদের এই সমস্যাগুলি শুনতেই ঘুরে বেড়ালেন। দিনহাটা বিধানসভায় একাধিক ছিটমহল রয়েছে। প্রাথমিকভাবেই সেগুলি থেকেই এই কর্মসূচি করা সিদ্ধান্ত নিয়েছে রবি পার্থ।

কোচবিহার পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ছিট মহল আন্দোলনের নেতা মনসুর আলী মিয়াকে দেখতেই পোয়াতুর কুঠিতে আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিট মহলে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্থানীয় বাসিন্দারা কিছু সমস্যার কথা জানিয়েছেন। ছিট মহল বিনিময়ের এক দশক পরে কেমন আছেন আদি বাসিন্দারা তা খোঁজ-খবর নিব। জেলার সমস্ত সিট মহল গুলি ঘুরে বেরিয়ে জেলাশাসকের সাথে তাদের সমস্যা নিয়ে বৈঠক করবো। মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে বিষয় গুলি জানাবো।

NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ছিট মহল বাসীদের পাশে থাকার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে।