দিনহাটা মহকুমা হাসপাতালে নির্যাতিতার পাশে অভয়া মঞ্চের সদস্যরা
দিনহাটা:
দিনহাটা মহকুমা হাসপাতালে নির্যাতিতা ও তার মায়ের পাশে দাঁড়াতে দেখা করলেন অভয়া মঞ্চের সদস্যরা।
তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পরবর্তী হামলার শিকার এক নির্যাতিতা গৃহবধূ ও তার মায়ের পাশে দাঁড়াতে শনিবার দুপুর ১টায় দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী, বিদ্যুৎ দে ও নাদিরা আজাদ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, মানসিক সমর্থন দেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।
দিনহাটার আটিয়া বাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেওয়ার প্রলোভন দেখে ওই নির্যাতিতার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায় করেন এবং ইন্টারভিউের নামে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার কন্যাকে ধর্ষণ করেন। ঘটনাটি দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগের পর পুলিশ মান্নানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে সে জেলে আটক রয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণ মামলায় জড়িত মান্নানের অনুগামীরা নির্যাতিতা ও তার মাকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়েই শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা হাসপাতালে গিয়ে নির্যাতিতা ও তার মায়ের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী বলেন, "এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি এবং তাদের ন্যায়বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করব।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊