বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

MP Jagadish Chandra Basunia stands by the family of the youth killed in BSF firing


দিনহাটা: বিএসএফের গুলিতে নিহত দিনহাটার গিতালদহ এলাকার যুবক জাহানুর হকের পরিবারের সঙ্গে দেখা করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শুক্রবার দুপুরে তিনি মরাকুঠি এলাকায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার নিন্দা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গিতালদহ মরাকুঠি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন জাহানুর হক। বিএসএফের দাবি, সীমান্তে চোরাচালানের সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় তারা। তবে পরিবারের অভিযোগ, জাহানুর চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না। রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া। তিনি বলেন, “দিনহাটা মহকুমার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ একের পর এক নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এরপর তাদের চোরাকারবারি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএসএফ যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিয়োজিত, তারা আজ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে।”

সাংসদ আরও বলেন, “যারা সত্যিই পাচারের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কাউকে সরাসরি গুলি করে হত্যা করার অধিকার সংবিধান বিএসএফকে দেয়নি। এভাবে কেউ বিচারবহির্ভূত হত্যা করতে পারে না।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।