আবারো উত্তপ্ত হয়ে পড়ল দিনহাটার শালমারা

আবারো উত্তপ্ত হয়ে পড়ল দিনহাটার শালমারা



বিজেপি পঞ্চায়েতের বাড়ি ভাঙচুরার অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শনিবার রাত্রি আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের BJP দলের পঞ্চায়েত সদস্যা যূথিকা বর্মনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ।

আরো অভিযোগ করে যুথিকা বর্মন বলেন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন । সোনা ও টাকাও লুঠ করে নিয়ে যান বলে অভিযোগ করেন বিজেপি পঞ্চায়েত সদস্য।

এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'এই মর্মান্তিক ঘটনাটি কেবল একজন নির্বাচিত  মহিলা প্রতিনিধির বাড়ির উপর আক্রমণ নয়, বরং কোচবিহার জেলার বিরোধী রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকির বিষয়টিও পুনরুজ্জীবিত করেছে, যারা তৃণমূলের গুন্ডারা দ্বারা অবিরাম আক্রমণের শিকার হচ্ছেন।"

তিনি আর বলেন, 'শ্রীমতী যুথিকা বর্মণ রাজবংশী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং এই ধরনের সহিংসতা ও ভয় দেখানো আমাদের সমাজের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে এবং জনসাধারণের মধ্যে, বিশেষ করে প্রান্তিক শ্রেণীর লোকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে।' 

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন-  'যেখানে পঞ্চায়েত আমাদের হাতে সেখানে তৃণমূল এমন ঘটনা কেন করতে যাবে? এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দল।'