Mamata Banerjee: 'সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক'- মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: 'সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক'- মুখ্যমন্ত্রী


সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, "দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।"

এদিন কর্মহীন শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন- "নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন, ভলান্টিয়ারিলি কাজ করুন, কেউ আটকাবে না। মনে রাখবেন, ২ মাস কষ্ট করলে ২০ বছর সুফল পাবেন।"

মুখ্যমন্ত্রী এদিন বলেন- "আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীর চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট"

নেতাজী ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস সুপ্রিমকোর্ট চাকরি না ফেরালে ও সরকার যোগ্যদের বিকল্প ব্যবস্থা করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) জানিয়ে দিলেন, এবার যোগ্য শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আইনি পথে এগোবে রাজ্য । আর তার জন্য আইনি সহায়তা দেবে রাজ্যই। রাজ্য সরকার যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবে।


মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি। তাঁর আবেদন, শিক্ষকরা স্কুলে যান। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব'। তিনি দাবি করেন, 'সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের হাতে তুলে দিক'


মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকার ২ মাসের মধ্যেই কিছু বিকল্প ব্যবস্থা করে দেবে। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না, বারবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর আবেদন সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। কারা অযোগ্য ব্যাখ্যা দিক।