দিনহাটার শালমারা বাজারে গ্রেপ্তার বাংলাদেশি যুবক

Bangladeshi youth arrested at Dinhata's Shalmara Bazaar

দিনহাটা: 

শালমারা বাজারে বাংলাদেশি যুবককে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। শালমারা বাজারে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার সকাল ৮টা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এই তথ্য জানান। জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে শালমারা বাজারে ওই যুবককে অপরিচিত হিসেবে ঘুরতে দেখা যায়। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসায় যুবকটি নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসেবে স্বীকার করে। পরে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার যুবকের নাম সাহিন আলী (২২)। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাহিন জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে দীঘলটারী এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।

জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বিএসএফের দীঘলটারী বর্ডার আউটপোস্ট সংশ্লিষ্ট ধারায় সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্তে উকিল বর্মন নামের এক ভারতীয় কৃষক কে বাংলাদেশী দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুর্বৃত্ত দের হাত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ(BGB) ওই ভারতীয় কৃষক কে উদ্ধার করে বাংলাদেশ হাতিবান্ধা থানার পুলিশ এর হাতে তুলে দেয়। সূত্রের খবর হাতিবান্ধা থানার পুলিশ ভারতীয় কৃষক উকিল বর্মন এর বিরুদ্ধে অনুপ্রবেশকারীর মিথ্যে অভিযোগে লালমনিরহাট আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সেই আবহে বাংলাদেশী যুবকের অবৈধ ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নিয়ে শোরগোল ছড়িয়ে পড়েছে।