বানিয়াদহ নদী রক্ষায় বিশেষ উদ্যোগ
কালের নিয়মে কালক্ষয় হয়েছে। কিন্তু সময় বয়ে গেলেও বাড়েনি জন মানসে নদী বিষয়ক সচেতনতা। নদী যদি বাঁচে তবেই বেঁচে থাকবে সভ্যতা। বেঁচে থাকবে চাষবাস বেঁচে থাকবে সকল প্রাণ। দেশ জুড়ে কত না নদী বাঁচাও আন্দোলন চলছে। তবুও এখনো সাধারণ জন মননে আসেনি নদী বিষয়ক কোন সচেতনতা। আজ আমরা এমনই একটি নদীর কথা নিয়ে বলবো। নদীটির নাম বানিয়াদহ।
নদীটি দিনে দিনে তার গরিমা হারাতে বসেছে। সেই বানিয়াদহ নদী রক্ষার্থে আজ একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। নদী পরিষ্কার রাখতে ও স্থানীয় জন সাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নিগম নগর মেলার মাঠে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সাহেব গঞ্জ থানার ওসি অজিত শাহ, গ্রাম পঞ্চায়েত সদস্য কেশব নাহা, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বর্মন , কমল কুমার রায় , নিগম নগর ব্যবসায়ী সমিতির সম্পাদক ঘাটপার ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ আরো অনেকে।
কালের নিয়মে বানিয়াদহ নদীর বুক দিয়ে অনেক জল বয়ে গেলেও কিন্তু বানিয়াদহ নদী রক্ষার বিষয়ে সচেতনতা গড়ে ওঠেনি তেমনভাবে। এখনো নদীর তীরে বসবাসকারী মানুষজন নিজেদের সুবিধার জন্য নদীতে আবর্জনা ফেলে ধীরে ধীরে নদীকে নোংরা করে ফেলেছেন। ক্রমশঃ নদী হারাচ্ছে তার নাব্যতা। দিনে দিনে নদী হয়ে আসছে ক্ষীণ।
তবে এবার বানিয়াদহ নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা নিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ। এই উদ্যোগকে দলমত নির্বিশেষে সকলেই সাধুবাদ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊