প্রাথমিকে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের গেজেট প্রকাশ, কারা আবেদন করবেন?
উচ্চ প্রাথমিকের পর এ বার রাজ্যে প্রাথমিক স্তরে স্পেশ্যাল এডুকেটর বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে রাজ্য মন্ত্রীসভায় ছাড়পত্র পাওয়ার পর রাজ্য সরকার এই নিয়োগ নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করলো।
রাজ্য সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে প্যানেল প্রকাশের পাশাপাশি ১০ বছর ওএম আর শিট সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হয়েছে।
স্পেশ্যাল এডুকেটর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে। টেটে ৮০ নম্বর পাওয়া বাধ্যতামূলক। বিধি অনুযায়ী, ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (আরসিআই) অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই কোনও প্রার্থী স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন।
এখনও পর্যন্ত প্রাথমিকে ২৭০০টি স্পেশ্যাল এডুকেটর পদ শূন্য রয়েছে। সেই শূন্যপদ পূরণে তোড়জোড় শুরু করলো রাজ্য সরকার। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে। পাশাপাশি, কর্মরত স্পেশ্যাল এডুকেটরের জন্যও নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ থাকছে। বলা হয়েছে, যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর হিসেবে কাজ করছেন, তাঁরা ৫৫ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊