উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র থেকে বিষাক্ত সাপ উদ্ধার

উচ্চ মাধ্যমিকের পরীPoisonous snake recovered from Higher Secondary examination centerক্ষা কেন্দ্র থেকে বিষাক্ত সাপ উদ্ধার

চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিষাক্ত গোখরো সাপ দেখে আতঙ্কের পরিবেশ জলপাইগুড়ি সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে।খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল।

উদ্ধার হয় একটি পূর্ন বয়স্ক গোখরো সাপ।সাপটি উদ্ধার হতেই আতঙ্ক মুক্ত হন বিদ্যালয়ের শিক্ষিকা,শিক্ষা কর্মী,ভেনু ইনচার্জ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, জলপাইগুড়ি সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটা পূর্ন বয়স্ক গোখরো সাপ দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিলো।সাপটাকে উদ্ধার করে সবাইকে আতঙ্ক মুক্ত করতে পেরে ভালো লাগছে।

জলপাইগুড়ি সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস জানান, সাপটাকে উদ্ধার করায় আমরা এইমুহুর্তে আতঙ্ক মুক্ত। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে ও অংকুর দাসকে।

কাউন্সিল ইনচার্জ গৌতম চক্রবর্তী জানান,সাপ উদ্ধার হওয়ায় আমরা ভিশন ভাবে আতঙ্ক মুক্ত।সাপ সম্পর্কে প্রতিটি বিদ্যালয়ে সচেতনতা শিবির করা প্রয়োজন। গ্রীন জলপাইগুড়ি ও অংকুর দাস কে কৃতজ্ঞতা স্বীকার করছি।