ফাইনালে নিউজিল্যান্ড, ভারতীয় বংশোদ্ভুতের দাপটে ভারতের বিরুদ্ধে টাইটেলের লড়াই!
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। আর আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্রের দুরন্ত শতরান ও কেন উইলিয়ামসনের দুরন্ত শতরানের ভর করেই বিরাট স্কোর গড়ে নিউজিল্যান্ড। আর সেই স্কোর তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারলো না দক্ষিণ আফ্রিকা।
প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ওপেনার ইয়াং ২২ রান করে ফিরলেও অপর ওপেনার ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র দুরন্ত শতরান হাঁকান। ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন। শুধু রাচিনই নন সেঞ্চুরি হাঁকালেন উইলিয়ামসনও। ৯৪ বলে ১০২ রান করেন। এদিকে মিচেল ও ফিলিপস ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি দুজনেই। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২/৯ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কার্যত একক লড়াই করলেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানে অপরাজিত রইলেন কিলার মিলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করলেন তিনি। তিনি ছাড়া রান পেয়েছেন রাসি ফান দার দাসেন (৬৬ বলে ৬৯)। তেম্বা বাভুমা ৫৬ রান করে ৭১ বলে। শেষ চারের যুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে ফাইনালে উঠল নিউজিল্যান্ড। খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামবেন স্যান্টনাররা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊