Agniveer Recruitment: ভারতীয় সেনায় যোগদানের সুযোগ, জানুন বিস্তারিত  

Agniveer Recruitment



ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ১২ই মার্চ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা শেষ হবে ১০ই এপ্রিল। অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার, অগ্নিবীর ট্রেডসম্যান, সৈনিক টেকনিক্যাল নার্সিং ইত্যাদি পদে নিয়োগের সুযোগ রয়েছে।



ভারতীয় সেনায় চাকরি করার সুবর্ণ সুযোগ। জুন মাসে হতে পারে লিখিত পরীক্ষা। তবে পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। বিস্তারিত জানতে ও আবেদন করতে প্রার্থীদের নজর রাখতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে।



অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য প্রার্থীকে ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যদি কোনও প্রার্থীর লাইট মোটর ভেহিকলের লাইসেন্স থেকে থাকে, তাহলে তাঁকে ড্রাইভারের পদের জন্য প্রাধান্য দেওয়া হবে। অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে দ্বাদশে অবশ্যই প্রার্থীর পাঠক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয় থাকতে হবে বাধ্যতামূলক বিষয় হিসেবে।



ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন করতে ২৫০ টাকা ফি দিতে হবে। দশম এবং দ্বাদশের মার্কশিট, সার্টিফিকেট, স্ক্যান করা স্বাক্ষর, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি নথি লাগবে।