সাত সকালে দুর্ঘটনা, তীব্র যানজট জাতীয় সড়কে

সাত সকালে দুর্ঘটনা, তীব্র যানজট জাতীয় সড়কে

সাত সকালে দুর্ঘটনা। গরু বোঝাই গাড়ির সাথে সবজি বোঝাই পিক-আপের সংঘর্ষ জলপাইগুড়ি তিস্তা সেতুর উপরে। তীব্র যানজট। চরম সমস্যায় নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ।

শিলিগুড়ি - আসাম গামী রোড জলপাইগুড়ি তিস্তা ব্রিজে সাত সকালে ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয় ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির গোশলা মোড় পর্যন্ত। সমস্যায় পড়ে সাধারণ মানুষ ।

জানা গিয়েছে ময়নাগুড়ি দিক থেকে সবজি বোঝাই একটি গাড়ি আসছিল এবং উল্টাদিকে থেকে একটি গরুবোঝাই গাড়ি দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষের হয় দুটি গাড়ির মধ্যে। এতে আহত হয় তিন জন।