প্রকাশিত হল SET পরীক্ষার ফল, পাশ করলো কতজন? 


Best Course



রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এর ফল ঘোষনা করলো রাজ্য কলেজ সার্ভিস কমিশন। গতবছর ১৫ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার সাত সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করলো কমিশন।



মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২৮২ জন। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন। রাজ্যের ৩৩টি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ডিসেম্বরে ফের সেট নেওয়া হবে।




কী ভাবে দেখতে পারবেন ফলাফল—

১) প্রথমে ডব্লিউবিসিএসসি-র ওয়েবসাইটে যেতে হবে।

২) ‘হোমপেজ’ থেকেই ‘রেজাল্ট’-এর বিজ্ঞপ্তি দেখেতে পাওয়া যাবে।

৩) সেখানে দেওয়া লিঙ্কের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করার পর পাওয়া যাবে ‘রেজাল্ট’।

৪) রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে রাখা যাবে।