Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়ংকর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল এক শিক্ষক পরিবারের সকলেই !

ভয়ংকর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল এক শিক্ষক পরিবারের সকলেই !

Accident


ইন্দাস:

ভয়ংকর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল বাঁকুড়া জেলার ইন্দাসের এক শিক্ষক পরিবারের সকল সদস্যের ।



গুজরাটে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ইন্দাস থানা এলাকার এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রের, ওই দুর্ঘটনায় মোট মৃত ছয় জন আহত ৪ জন ।



জানা যায়,গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলায় ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের এক শিক্ষক তার স্ত্রী ও তার পুত্রসহ বেশ কয়েকজন আত্মীয় মিলে মোট ১০ জন। সমস্ত জায়গার দর্শনের পর গুজরাট থেকে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি টুরিস্ট গাড়ি করে রওনা দেয়। এরপর গুজরাটের সুরেন্দনগর জেলার সায়লা লিমডি ন্যাসান্যাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ওই টুরিস্ট গাড়িটি। সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই টুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারলে দুমড়ে মুছে যায় টুরিস্ট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা সহ পাঁচ জনের। 


এই মৃত পাঁচজনের মধ্যে ছিল ইন্দাসের দেবব্রত মুখোপাধ্যায় নামের ওই শিক্ষকের স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ের। পরে হাসপাতালে এসে শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। বাকি মৃতদের বাড়ি বর্ধমান ও আসানসোলে। আহতদের চিকিৎসা চলে স্থানীয় হাসপাতালে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code