সাসপেনশনের পর এবার স্বাধীকার ভঙ্গের নোটিশ বিরোধী দলনেতাকে! 

Suvendu Adhikari


সাসপেনশনের পর এবার স্বাধীকার ভঙ্গের নোটিশ বিরোধী দলনেতাকে। বিধানসভায় উসকানিমূলক মন্তব্য এবং সংবাদমাধ্যমে মিথ্যাচারের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার সাসপেনশনের পর মঙ্গলবার সাসপেন্ড হওয়া চার বিধায়ক বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান।



বিরোধী দলনেতার অভিযোগ হিন্দুদের হয়ে বিধানসভায় বলার জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবটি ভাষন বয়কট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিধানসভার বাইরে তাঁরা ধরনায় বসবেন বলে কর্মসূচি স্থির করেছেন বিরোধী বিধায়করা।



রাজ্য সরকারের উদ্দেশে ‘মুসলিমদের সরকার’ বলে কটাক্ষ করে মর্যাদা নষ্টের অভিযোগে ও সাসপেনশন নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা বলার অভিযোগে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শুরুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়।



আজ সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধরনায় বসে শুভেন্দু স্বাধিকার ভঙ্গের নোটিস বলেন, “এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হল। শাসকের এই ভয় আমার ভালো লাগছে। তবে নোটিস পাঠিয়ে মুখ বন্ধ করা যাবে না।”