Madhyamik Geography Question 2025: মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র

Madhyamik Geography Question


মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র একনজরে

বিভাগ 'ক'

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢলি বরাবর নীচে নেমে আসে তাকে বলে-

(ক) আবহবিকার

(গ) পুঞ্জিত ক্ষয়

(খ) আরোহণ

(ঘ) সঞ্চয়

১.২ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহানায়

(ক) মিসিসিপি-মিসৌরি

(খ) হোয়াংহো

(গ) ইরাবতী

(ঘ) তাইবার

১.৩ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়-

(ক) টাইফুন

(গ) উইলি-উইলি

(খ) টর্নেডো

(ঘ) হ্যারিকেন

১.৪ অধঃক্ষেপণের একটি উদাহরণ হ'ল-

(ক) শিশির

(খ) শ্লিট

(গ) কুয়াশা

(ঘ) ধোঁয়াশা


১.৫ দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বামদিকে বিক্ষিপ্ত হয়, কারণ-

(ক) পৃথিবীর আবর্তন

(খ) সমুদ্র জলের লবণতা

(গ) সমুদ্র জলের উয়তা

(ঘ) অভিকর্ষজ বল।

১.৬ বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে-

(ক) সমুদ্র স্রোত

(খ) সমুদ্র তরঙ্গ

(গ) সুনামি

(ঘ) বান ডাকা

১.৭ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো।

(ক) পলিথিন

(খ) খবরের কাগজ

(গ) ফেলে দেওয়া খাবার

(ঘ) প্রাণীজ বর্জ্য

১.৮ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হলো

(ক) লাদাখ

(খ) দিল্লি

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) পুদুচেরী

১.৯ দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম

(ক) গোদাবরী

(খ) ব্রহ্মপুত্র

(গ) তিস্তা

(ঘ) সিন্ধু

১.১০ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হ'ল

(ক) মেহগিনি

(খ) অর্জুন

(গ) শাল

(ঘ) পাইন

১.১১ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো-

(ক) রাগি

(খ) ভুট্টা

(গ) যব

(ঘ) গম

১.১২ ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়

(ক) আহমেদাবাদ

(খ) কোয়েম্বাটরে

(গ) ঘুষুড়ি

(ঘ) কানগ


১.১৩ কোলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো-

(ক) NH-2

(খ) NH-6

(গ) NH-44

(ঘ) NH-1


১.১৪ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে।

(ক) Sunvey of India

(খ) ISRO

(গ) NATMO

(ঘ) ISI

বিভাগ 'খ'

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো:

২.১.১ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে।

২.১.২ উল্কাপিন্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই এয়

২.১.৩ ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানতঃ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে।

২.১.৪ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়।

২.১.৫ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়।

২.১.৬ হিমালয়ের পাদদেশ অন্যালে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত।

২.১.৭ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়।

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):

২.২.১ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে ____________ বলে।

২.২.২ নদী দ্বারা _________ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সুক্ষ বালু, পলি ও কাদা পরিবাহিত হয়।

২.২.৩ বায়ুর চাপ পরিমাপ করা হয় ________ যন্ত্রের সাহায্যে 

২.২.৪ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩.৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে _________-অবস্থান বলে।

২.২.৫ পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে _________4-বর্জ্য বলে। 

২.২.৬ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়, _______4 নামে পরিচিত।

২.২.৭ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম _______

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দড়ি):

২.৩.১ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শম্ভু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে?

২.৩.২ যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী?

২.৩.৩ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উয় স্রোতের প্রর্যাবে বরফমুক্ত থাকে?

২.৩.৪ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম) নদী, কোন নদীর উপনদী?

২.৩.৫ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরণের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়?

২.৩.৬ ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ?

২.৩.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কতো?

২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত R. F. যখন ১ঃ ৫০০০০ তখন এর মেট্রিক স্কেল কতো? 

২.৪. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:

বামদিক

২.৪.১ ভিলাই

২.৪.২ লাড়াক

২.৪.৩ রাজস্থান

২.৪.৪ কান্ডালা

ডানদিক

১। লুনি

২। করমুক্ত বন্দর

৩। লৌহ ইস্পাত শিল্প

৪। খারদুংলা

বিভাগ 'গ'

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৩.১ নদীর অবঘর্ষ বলতে কি বোঝো?

অথবা

অ্যালবেডোর সংজ্ঞা দাও।

৩.২. 'শিশিরাত্ত্ব' বলতে কি বোঝা যায়?

অথবা

সিজিগি কী?

৩.৩ বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও।

অথবা

বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো?

৩.৪ 'কচ্ছের রণ' কী?

অথবা

কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও।

৩.৫ অনুসারী শিল্প বলতে কী বোঝো?

অথবা

সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো।

৩.৬ 'ফলস্ কালার' (ছদ্ম রঙ) বলতে কী বোঝো?

অথবা

উপগ্রহের সেন্সর কী?


বিভাগ 'ঘ'

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৪.১ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা

আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।

৪.২ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো।

অথবা

ভাগীরথী / হুগলী নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।

৪.৩ ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো।

অথবা

পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো।

৪.৪ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা

ভু-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো।

বিভাগ 'ঙ'

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫।৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৫.১.১ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো।

৫.১.২. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫.২.৩ পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।

৫.১.৪ চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৫.২.১ ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫.২.২ ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো।

৫.২.৪ ভারতের নগরায়ণের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো। 

বিভাগ 'চ'

প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:

৬.১ সাতপুরা পর্বত

৬.২ মহানদী

৬.৩ কোল্পের হ্রদ

৬.৪ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান

৬.৫ দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অনু

৬.৬ পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অন্যল

৬.৭ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল

৬.৮ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পর্কের

৬.৯ নভসেবা বন্দর

৬.১০ চন্ডীগড়


অথবা

(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১x১০= ১০

৬.১ তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম লেখো।

৬.২ কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেয়ো।

৬.৩ ভারতের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখো।

৬.৪ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

৬.৫ ভারতের কোথায় ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ পাওয়া যায়?

৬.৬ শীতকালে ভারতে কোন ধরনের ধান চাষ করা হয়?

৬.৭ ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?

৬.৮ ভারতের কোন অঞ্চলে পৃথিবী বিখ্যাত সুগন্ধি চা উৎপাদিত হয়?

৬.৯ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।

৬.১০ ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?

৬.১১ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি

৬.১২ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের সবথেকে জনবহুল রাজ্যের নাম লেখো।

৬.১৩ জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি?

৬.১৪ গোয়ার একটি বন্দরের নাম লেখো।