Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা জেলাশাসকের

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা জেলাশাসকের


পরীক্ষার্থীদের বেশি প্রেসার নয়। ছেলেমেয়েদের মেন্টাল হেলথ এর বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি বার্তা জেলাশাসকের।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞাসহ সিসি ক্যামেরা এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জেলা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষা জন্য তৈরি বলে শুক্রবার জানান, জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভীন।

চা বাগান অধ্যুষিত এলাকায় বনদপ্তরের গাড়িতেই মাধ্যমিক পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে পৌঁচ্ছে দেওয়ার বন্দোবস্ত করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন।

শুক্রবার দুপুরে জেলা শাসক শামা পারভীন জানান জঙ্গল এলাকার জন্য ২৫ টি গাড়ি বন দপ্তর বন্দোবস্ত করেছে। সেই গাড়িতেই আমরা মাধ্যমিক পড়ুয়াদের পরিক্ষা কেন্দ্রে পৌঁচ্ছে দেব। পাশাপাশি অন্যান্য এলাকার জন্যও সরকারি বেসরকারি মিলে ১০০ র উপরে বাসের বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন রুটের জন্য।

এবার জেলায় প্রায় ৩৬ হাজার পরিক্ষার্থী পরীক্ষা দেবেন। তাদের জন্য ১০০ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেই পরীক্ষাকেন্দ্র গুলিতে ভিজিট করা হচ্ছে। সেখানকার টয়লেট পানীয় জলের ব্যবস্থা কেমন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে জানান , স্পেশাল গাড়ি সহ মোটরবাইক পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে কারণেই সব রকম ব্যবস্থা রয়েছে জেলা পুলিশ প্রশাসন এবং ট্রাফিকের তরফে। থাকছে সাদা পোশাকের পুলিশ সহ মহিলা পুলিশে। পুলিশের কড়া নজরদারির মধ্য দিয়েই সুষ্ঠুভাবে পরীক্ষা দিলে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেদিকে নজর রাখছে জেলা পুলিশ।