কুম্ভ যাত্রীদের নিয়ে প্রয়াগরাজ যাওয়ার পথে জামতারার কাছে বাস দুর্ঘটনায় আহত বেশ কিছু যাত্রী

Bus Accident


কুম্ভ যাত্রীদের নিয়ে রওনা দেওয়ার কথা ছিল একটি টুরিস্ট বাসের সেই মতো আসানসোলের কুলটি থেকে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের জামতাড়া থেকে বাসে যাত্রী নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সেই মতো বাসটি কুলটি থেকে যাত্রীদের তোলার জন্য জামতাড়া দিকে যাচ্ছিল। জামতাড়া যাওয়ার পথে সাহার ডাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।যদিও সেই সময় বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা পৌঁছে বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করেন । 


যদিও এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা যায়।যদিও বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায়।যদিও বাসের চালক বলেন নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।


জানা যায় বাসটি জামতাড়া থেকে কুম্ভ যাত্রীদের নিয়ে কুম্ভ (প্রয়াগরাজ ) যাওয়ার কথা ছিলো কিন্তু তার আগে ঘটে এই পথ দুর্ঘটনাটি।ঘটনাস্থলে জামতাড়া থানার পুলিশ।