এবার কি বিদায়! অমিতাভের পোস্টে জল্পনা তুঙ্গে!
বয়স যেন শুধু একটা সংখ্যা মাত্র। ৮২ বছরেও বর্তমান তরুণ প্রজন্মের সাথে পাল্লা দিয়ে সিনে জগতে কাজ করে চলছেন অমিতাভ বচ্চন। আর যার কারণে যুব সমাজের কাছে আইকন তিনি। কিন্তু হঠাৎ তার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তৈরি হয় জল্পনা। এবার কি বিদায় নিতে চলেছেন সিনেমা জগতে থেকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের অন্দরে।
শনিবার প্রবীণ মেগাস্টার তাঁর এক্স হ্যান্ডেলে এমন এক পোস্ট করলেন, যা দেখে উদ্বিগ্ন আসমুদ্র হিমাচলের অনুরাগীরা। শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।” আর এই পোস্টের পরেই কমেন্টের ঝড়। অনুরাগীদের মনে নানাবিধ প্রশ্ন।
কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যর?’ কেউ লিখলেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যর?’ কেউ বা আবার খোলাখুলি অমিতাভের কাছ থেকে জানতে চাইলেন তাঁর এই পোস্টের কী অর্থ? অনুরাগীদের একাংশের আবার আশঙ্কা, ‘বলিউডকে আলবিদা জানাচ্ছেন না তো!’ অনেকে আবার সেটে যাওয়ার প্রসঙ্গ টেনে ইতিবাচক সাড়া বুঝছেন। সব মিলিয়ে বিগ বির এই পোস্টে কমেন্ট ঝড়। যদিও কোনো উত্তর নেই বচ্চনের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊