নাবাবালিকাকে ধর্ষণ করা এক যুবককে কুড়ি বছরের সরশ্রম কারাদণ্ডের দন্ডিত করল শিলিগুড়ি পকসো আদালত

Siliguri POCSO court sentences a young man to 20 years of rigorous imprisonment for raping a minor girl


শিলিগুড়ি: শিলিগুড়ি পকসো আদালতের বিচারপতি অনিতা মেহেরুদ্রা মাথুর এজলাসে সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, জরিমানা দিতে না পারলে আরো ছমাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নাবালিকাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক।

জানা গিয়েছে বাগডোগরা সংলগ্ন চা বাগান এলাকার এক নাবালিকাকে দীর্ঘ কয়েক বছর ধরে ধর্ষণ করে ওই এলাকার বাসিন্দা শুভম সিং। জানা যায় ওই নাবালিকার বাবা ও মা দুজনেই চা বাগানে কাজ করেন। তাই তারা যখন কাজে চলে যেতেন ঠিক তখনই সুযোগে ওই নাবালিকার বাড়িতে ঢুকে পড়তো অভিযুক্ত। আর তারপরই তার ওপর শারীরিক অত্যাচার চালাতো।

সরকারি আইনজীবী সুনন্দা সরকার জানান অভিযোগ দায়ের হওয়ার প্রায় পাঁচ বছর আগে থেকেই ওই নাবালিকাকে ধর্ষণ করে আসছে শুভম। এমনকি সেই নাবালিকা গর্ভবতী হয়ে গেলে তাকে গর্ভপাত ও করে ওই যুবক। শুধু তাই নয় পুরো ঘটনা পরিবারকে জানালে তাকে মেরে ফেলারো হুমকি দেওয়া হয়।

ফের ২০১৯ সালের ৮ ই সেপ্টেম্বর তাকে ধর্ষণ করা হলে অবশেষে মেয়েটি তার পরিবারকে জানায় এরপরই ১৭ই সেপ্টেম্বর বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। এরপর সেই মামলাটি চলে যায় মহিলা থানাতে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তারপর পেশ করা হয় চার্জশিট, মামলা চলাকালীন মোট আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুভমকে পকসো মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।