নীল আকাশ-সাদা বালির মাঝে মধুচন্দ্রিমায় তাহসান ও লালপরি রোজা

Tahsan and Roja


অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ দিন একাকী থাকার পর এবার রুপটান অভিনেত্রী শিল্পী রোজ়া আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তাহসান। 
Tahsan and Roja



আর এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান-রোজাকে নিয়ে চলছে চর্চা। এর মাঝেই নয়া দম্পতির নতুন ছবি চর্চাকে নয়া শ্বাস দিলো।
Tahsan and Roja



বিয়ের পর মধুচন্দ্রিমায় তাহসান ও রোজা গিয়েছেন মালদ্বীপে। আর সেখানে কাছাকাছি দুজনে। নীল আকাশের নীচে নীল জলরাশি। 

Tahsan and Roja


আকাশ ও সমুদ্র সীমানা যেন মিলে মিশে একাকার। মালদ্বীপের রোমাঞ্চকর প্রকৃতিতে মজে নতুন দম্পতি।
Tahsan and Roja



হালকা দুধে আলতা রংয়ের শার্ট পরেছেন তাহসান। রোজ়া লাল গাউনে। একের অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন। মধুচন্দ্রিমার ছবি শেয়ার করেছেন রোজ়া। 

Tahsan and Roja


ক্যাপশনে লেখেন, ‘‘জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো আজীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালবাসা যা ভীষণ পবিত্র।’’