আর হাতে গোনা কয়েকদিন, পালপাড়ার কুমারটুলিতে চলছে সরস্বতী প্রতিমা গড়ার কাজ

Siliguri news


শিলিগুড়ি

আর হাতে গোনা কয়েকদিন তারপরেই সরস্বতী পুজো। পালপাড়ার কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততা তুঙ্গে। সংশ্লিষ্ট কুমোরটুলিতে শিল্পীরা জোর কদমে প্রতিমা তৈরীর কাজ করে চলেছেন। অনেকগুলি প্রতিমা প্রস্তুত হয়ে গেছে এই বিষয়ে তারা জানিয়েছেন আরো প্রতিমা তৈরি করা হচ্ছে। কারণ হাতে খুব একটা বেশি দিন নেই। 


শিলিগুড়ি সরস্বতী পূজোর প্রাক্কালে উৎসবমুখর হয়ে ওঠে। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধুমধাম করে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজো। এছাড়া বেশ কিছু ক্লাবেও সরস্বতী পুজো করা হয়ে থাকে। সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করে নিজ নিজ স্কুল-কলেজে গিয়ে অঞ্জলি দেয় ছাত্র-ছাত্রীরা। এছাড়া বিভিন্ন গৃহস্থ বাড়িতেও মা সরস্বতী আরাধনা করা হয়ে থাকে। এই শুভদিনে অনেকেই তাদের সন্তানদের হাতে খড়ি দেন। 


শিলিগুড়ির পালপাড়াতে দেখা গেল শিল্পীদের ব্যস্ততা। ছোট বড় মাঝারি সব রকম আয়তনের প্রতিমা রয়েছে। চলতে জোর কদমে কাজ। হাতের বেশি সময় নেই সেই জন্য অনেকটা সময় ধরে তারা কাজ করছেন এমনটাই জানিয়েছেন।