ছোট দলদলির রূপসী পিকনিক স্পটে পিকনিক করতে ভিড় করছেন সাধারণ মানুষ

Kumar gram


নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম:

কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙার ছোট দলদলিতে চালু হয়েছে নতুন একটি পিকনিক স্পট। রায়ডাক-২ নম্বর নদীর তীরে, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে। পিকনিকে মেতে উঠতে পারবেন সাধারণ মানুষ।

জানা গিয়েছে, এই বছরই প্রথম পিকনিক স্পটটি চালু করা হয়েছে। উদ্যোক্তারা জানান, খুব কম খরচে এখানে পিকনিক করতে পারবেন বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ। পিকনিক করার জন্য সব ধরনের সুবিধা রয়েছে ছোট দলদলির ওই পিকনিক স্পটে। পিকনিক স্পটটির নাম দেওয়া হয়েছে রূপসী পিকনিক স্পট।

এবছর নতুন চালু হলেও রূপসী পিকনিক স্পটে পিকনিক করতে দলে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ। ৩১ নম্বর সি জাতীয় সড়কের তেলিপাড়া চৌপথী বা পশ্চিম চকচকা চৌপথী হয়ে খোয়ারডাঙা পৌঁছে সেখান থেকে ছোট দলদলির বেলতলা পার করেই রূপসী পিকনিক স্পটের অবস্থান।