রেলের গ্রুপ ডি-তে প্রায় ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত 


Rail Job

Railway Recruitment Board RRB Various Posts in Level 1 (Group D) Recruitment CEN 08/2024 বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৩শে জানুয়ারি ২০২৫ থেকে ২২শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ গুলি সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখুন।

০১/০১/২০২৫ হিসেবে ১৮ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩২৪৩৮টি শূন্যপদে হবে এই নিয়োগ। General / OBC / EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা, SC / ST / PH / EBC ও সকল শ্রেণীর মহিলা প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী / ম্যাট্রিক (উচ্চ বিদ্যালয়) হলেই করা যাবে আবেদন।

শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের ৩৫ কেজি ওজন উত্তোলন এবং বহন করতে হবে, ২ মিনিটে ১০০ মিটার এবং ০৪ মিনিট ১৫ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়ে অংশ নিতে হবে। মহিলা প্রার্থীদের ২০ কেজি ওজন উত্তোলন এবং বহন করতে হবে, ২ মিনিটে ১০০ মিটার এবং ০৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ মিটার দৌড়ে অংশ নিতে হবে। শুধুমাত্র একটি সুযোগের জন্য