অপরাজিতা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের দাবিতে ফের পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস

East Burdwan News


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

অপরাজিতা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের দাবিতে ফের পথে নামলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। আজ বর্ধমান ঐতিহাসিক টাউন হল থেকে রেল স্টেশন পর্যন্ত একটি মিছিল করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। 



এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিক্ষা দত্ত সেনগুপ্ত বলেন গত সেপ্টেম্বর মাসে বিধানসভা থেকে অপরাজিতা বিল স্বাক্ষর হয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছয়।সেই বিল এখনো পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর না করায়, সেই আইন কোন কার্যকরী হচ্ছে না ,ফলে ধর্ষণের মতো একটি ঘৃণ্যকারী অপরাধ মূলক কাজের তেমন কোন শাস্তি হচ্ছে না। এই বিলে বলা আছে ধর্ষণের মতো ঘৃণ্যকারী অপরাধ মূলক কাজের শাস্তি হিসেবে ফাঁসির দাবী তোলা হয়েছে। 



এতদিন পেরিয়ে যাওয়াতেও রাষ্ট্রপতি স্বাক্ষর না করায় রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল করা হয়। শিখা সেনগুপ্ত আরো বলেন এই বিলটি হল নারীর সুরক্ষার জন্য এই বিলটি করা হয়েছে বলে জানান শিক্ষা দত্ত সেনগুপ্ত।