OnlyFans Model : প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো করতে ব্যস্ত মডেল ! টানতে টানতে নিয়ে গেল পুলিশ

onlyfans model Azra A.



'অনলি ফ্যান্স' হল এমন এক ওয়েবসাইট ও অ্যাপ যেখানে অর্থের বিনিময়ে প্রাপ্ত বয়স্কদের জন্য নিজেদের খোলামেলা পোশাকের ভিডিয়ো করেন মডেলরা। তুরস্কে 'অনলি ফ্যান' সহ সমস্ত ধরনের অ্যাডাল্ট ভিডিয়ো ওয়েবসাইটও অ্যাপের ভিডিয়ো ওপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আর এই নিষেধাজ্ঞাকে উড়িয়ে 'অনলি ফ্যান্স' (OnlyFans) এর এক মডেল ১০০ পুরুষের সাথে যৌনতার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট করেন। আর সেই পোস্ট ভাইরাল হতেই তুরস্কের পুলিশ হানা দেয় সেই মডেলের বাড়িতে।

আজরা নামের সেই 'অনলি ফ্যান্স' মডেল ও তার স্বামীকে দেশের সংস্কৃতিকে ধাক্কা দিয়ে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে তুরস্কের পুলিশ গ্রেফতার করে।

'অনলি ফ্যান্স' (OnlyFans) প্ল্যাটফর্মে যৌনতা, খোলামেলা পোশাকে ভিডিয়ো করে খুব কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আজরা। কিন্তু দেশের একটা বড় অংশ তার বিরুদ্ধে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়ানোর দায়ে অভিযোগ দায়ের করেছিলেন।

এদিন আজরা ও তার স্বামীকে একেবারে ঘাড় ধরে পুলিশের গাড়িতে তোলার সেই ভিডিও স্যোসাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে গিয়ে সেই মডেল জানিয়েছেন- তিনি অন্যায় কিছু করছেন না। সেই সাথে ব্যক্তি স্বাধীনতায় রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন সেই অনলি ফ্যান্স মডেল (OnlyFans Model)।

প্রসঙ্গত ২০২৩ সালেও আরও এক অনলি ফ্যান্স মডেল গিজেম ব্যাগডাক্সিয়াও তুর্কি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।