Neeraj Chopra Marriage: গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া ! CCTV তে লাগানো ছিল টেপ ! 
 
Neeraj Chopra Marriage: গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া ! CCTV তে লাগানো ছিল টেপ !




অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া কুমারহাট্টি-নাহান জাতীয় সড়ক-৫-এর গান্ধীগ্রামের কাছে একটি ব্যক্তিগত রিসর্টে গোপনে বিয়ে করেছেন। হিমাচলের নির্মল উপত্যকার মাঝে  প্রাক্তন টেনিস খেলোয়াড় হিমানি মোরকে বিয়ে করলেন নীরজ চোপড়া। 

রবিবার নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যে তিনি হিমানিকে বিয়ে করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। 

বিয়েতে মাত্র ৬৬ জন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তবে ঠিক কবে বিয়ে করেছেন তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে ১৫ থেকে ১৭ জানুয়ারির মধ্যে বিয়ে হয়েছিল। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন নীরজ। 

সূত্রের খবর, বিয়ের সময় রিসোর্টের কর্মচারী ও অতিথিদের মোবাইল ফোনও সংগ্রহ করা হয়। শুধু তাই নয়, সিসিটিভিতে টেপ দিয়ে আটকে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।

Neeraj Chopra Marriage: গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া ! CCTV তে লাগানো ছিল টেপ !

বিয়ের পরই তারা রিসোর্ট ছেড়ে চলে যায়। এরপরই কর্মচারীদের মোবাইল ফোন দেওয়া হয়। বিয়ের কথা কাউকে না বলার জন্য কর্মচারীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ কারণে নীরজের বিয়ের ব্যাপারে কারও কোনো ধারণা ছিল না। যখন নীরজ চোপড়া নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করেছেন তারপরই বিয়ের কথা জানতে পারে লোকজন।