বৌদিকে কুপিয়ে খুন করল দেওর!

Murder


বৌদিকে কুপিয়ে খুন করল দেওর, এমন অভিযোগে দুর্গাপুর কালিগঞ্জ এলাকায়। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধুর নাম বিন্দু রুইদাস (৩২)। মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর মা।

স্থানীয়রা জানান, বিষ্ণু কোনও কাজকর্ম করত না। এদিন সকালে বিষ্ণু ধারালো বঁটি দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়।চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসে।

ততক্ষণে পালিয়ে যায় বিষ্ণু। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী।

এসিপি (দুর্গাপুর) সুবীর রায় তিনি বলেন, "পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সে নিয়েও তদন্ত করা হচ্ছে।