বিবেক জয়ন্তী উদযাপন উপলক্ষে মাতৃ পিতৃ পূজন

Mother and Father Worship on the occasion of Vivek Jayanti



আজ বাসন্তীরহাট শিশু মন্দির আয়োজিত বিবেক জয়ন্তী উদযাপন উপলক্ষে মাতৃ পিতৃ পূজন অনুষ্ঠিত হয়। বাসন্তীর হাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশু মন্দির থেকে বিবেক শোভাযাত্রা মাধ্যমে বাসন্তীর হাট হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে এবং অতিথি বরণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

আজকের মাতৃ পিতৃ পূজন ও বিবেক জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরোহিত ভানু চক্রবর্তী । তার মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে মাতৃ-পিতৃ পূজন সম্পন্ন হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে কীর্তনীয়া মনসা মন্ডল ও তার সম্প্রদায়ের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছিলো বলে জানিয়েছেন বাসন্তীরহাট শিশু মন্দির প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ রক্ষিত।