Madhyamik Life Science Suggestion 2025: মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন ২০২৫
সামনেই মাধ্যমিক পরীক্ষা তার আগে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে লিপিবদ্ধ করা হয়েছে। একলব্য রেফারিড জার্নালের তত্ত্বাবধানে একলব্য প্রকাশনীর উদ্যোগে এই সাজেশন তৈরি করা হয়েছে। এখানে মূলত ২, ৩ ও ৫ এর প্রশ্ন গুলো রয়েছে। তবে ৩-র এককভাবে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না ৫ এর প্রশ্নে ৩-র প্রশ্ন যুক্ত থাকে।
মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন ২০২৫ (Madhyamik Life Science Suggestion 2025)
প্রতিটি প্রশ্নের মান ২
১। উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ দাও।
২। ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের তুলনামূলক আলোচনা বা পার্থক্য।
৩। হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য ও বিশাদশ্য।
৪। সংশ্লেষিত কৃত্রিম হরমোনের কৃষিকার্যে ব্যবহার।
৫। অগ্রস্থ প্রকটতা কী?
৬। উদ্ভিদের পার্শ্বীয় মুকুল ও বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা।
৭। মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর ভূমিকা।
৮। ইনস্যুলিন গ্লুকাগন বিপরীত ধর্মী কার্য করে ব্যাখ্যা করো।
৯। থাইরক্সিনের কাজ লেখো।
১০। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরণের উৎস ও কার্য।
১১। জরুরীকালীন হরমোন
১২। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ
১৩। হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে- বক্তব্যটির যথার্থতা বিচার করো।
১৪। মেনিনজেস ও CSF-এর অবস্থান ও কাজ লেখো।
১৫। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ও বীজের অঙ্কুরোদগমে জিব্বারেলিনের ভূমিকা
১৬। সাইন্যাপস কী?
১৭। দৈনন্দিন জীবনে উপযোজনের ভূমিকা লেখো।
১৮। বল ও সকেট সন্ধি এবং কব্জা সন্ধির অবস্থান লেখো।
১৯। নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রন, শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি, অস্থি ও পেশীর দৈর্ঘ্য বৃদ্ধি করা, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা, BMR বৃদ্ধি করা
২০। নিউরোন, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক আলোচনা করো।
২১। মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকা লেখো।
২২। মাছের গমনে জোড় পাখনার ভূমিকা লেখো।
২৩। নীচের পেশীগুলির সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো: ফেক্সর পেশী এক্সটেনসর পেশী অ্যাডাক্টর পেশী ব্রাটেটর পেশী।
২৪। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো।
২৫। কোশ বিভাজনে সেন্ট্রোজোম ও রাইবোজোমের ভূমিকা সখে।
২৬। DNA ও RNA-র পার্থক্য লেখো।
২৭। ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃ সম্পর্ক ব্যাখা করো।
২৮। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো।
২৯। মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরুপম করো।
৩০। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো।
৩১। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের পার্থক্য লেখো: বেমতত্ত্ব গঠন, সাইটোকাইনেসিস পদ্ধতি।
৩২। মিয়োসিস কোশ বিভাজনের নীচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো: প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি।
৩৩। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো।
৩৪। স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ কেন উন্নত?
৩৫। মানুষের মধ্যে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত দুটি প্রকরণের উদাহরণ দাও।
৩৬। সংকরায়ন পরীক্ষায় কীভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।
৩৭। মেন্ডেলের সাফল্য লাভের কারণ লেখো।
৩৮। মা ও বাবা দু'জনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানদের থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি।
৩৯। একজন হিমোফিলিয়ার রোগের বাহক মহিলা একজন হিমোফিলিক পুরুষকে বিবাহ করলেন। তাদের কন্যা সন্তানের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি।
৪০। হট ডাইল্যুট স্যুপ কী?
৪১। কোয়াসারভেট কী?
৪২। মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
৪৩। ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে।
৪৪। "প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়” – উপযুক্ত উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও।
৪৫। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সুত্রগুলি লেখো।
৪৬। সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
৪৭। উটের কুঁজ ও উটের RBC কিভাবে উটকে মরু অভিযোজনে সাহায্য করো ।
৪৮। "জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হল অভিযোজন" উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
৪৯। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
৫০। কর্মী মৌমাছিরা খাদ্যের উৎসের সন্ধান পেলে কীভাবে অন্যান্য মৌমাছিদের সেই বার্তা প্রদান করে?
৫১। খাদ্য সংগ্রহ রোগ প্রতিরোধে শিম্পাঞ্জিরা কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করে লেখো।
৫২। অ্যাসিড বৃষ্টির ক্ষতিক্ষারক প্রভাব লেখো।
৫৩। ইউট্রোফিকেশন কাকে বলে?
৫৪। জৈব বিবর্ধন কাকে বলে?
৫৫। BOD কী?
৫৬। কোন অঞ্চলকে হটস্পট হিসাবে নির্ধারণ করতে গেলে অঞ্চলটির কী কী বৈশিষ্ট্য থাকতে হবে?
৫৭। বিশ্ব উষ্ণায়নের ফলে জৈব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।
৫৮। নিম্নলিখিত দূষক পদার্থগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো:
গ্রিনহাউস গ্যাস
SPM
কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার
অভঙ্গুর কীটনাশক।
৫৯। ক্যানসারের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি কারণ লেখো।
৬০। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত কী কী ক্ষতি হতে পারে?
৬১। শব্দদূষণ মানব শরীরে কান ও হৃদপিন্ডের উপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে?
৬২। মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জৈব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো।
৬৩। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস - এর ফলে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো।
৬৪। "বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও চোরাশিকার এর ফলে জৈববৈচিত্র্য হ্রাস ঘটে” উদাহরণের সাহয্যে আলোচনা করো।
৬৫। ব্যাঘ্র সংরক্ষণের জন্য যে ইনসিটু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা উল্লেখ করো।
৬৬। ভারতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো।
৬৭। এক শৃঙ্গ গণ্ডার বিপন্নের কারন লেখো।
৬৮। বর্ণান্ধতা রোগে স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি আক্রান্ত হয় কেন?
৬৯। ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পদ্ধতিগত পার্থক্য লেখো।
৭০। টিকা লেখো: JFM
এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ৩। ৫ এর দাগের প্রশ্ন গুলিতে এই প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ৫ নম্বরের প্রশ্ন গুলি (৩+২), (৪+১), (২+২+১), (৫) এর প্রশ্ন থাকে সেখানে এই সকল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১। প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো।
২। বামনত্ব, গলগন্ড ও ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ লেখো।
৩। নারীদেহের বিকাশে ইস্ট্রোজেন হরমোনের ভূমিকা কি?
৪। অ্যামিবা, প্যারামেশিয়াম ও ইউগ্লিনার গমন অঙ্গের নাম ও গমন পদ্ধতি লেখো।
৫। জীবের বৃদ্ধি ক্ষয়পূরণ ও প্রজনন কীভাবে কোশ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
৬। বহুকোশী জীবে মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন?
৭। "প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীত ধর্মী" বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
৮। অযৌন ও যৌন জননের মধ্যে তিনটি বিষয়ের উপর পার্থক্য নিরূপণ করো:
জনিতৃ জীবের সংখ্যা
কোশ বিভাজন
ভেদ বা প্রকরণের উৎপত্তি
৯। একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
১০। বাবা মা স্বাভাবিক হলেও ছেলে বর্ণান্ধ, এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
১১। একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতটা?
১২। জিরাফের গলা লম্বা হওয়া প্রসঙ্গে ল্যামার্ক ও ডারউইন মতবাদ বর্ণনা করো।
১৩। ল্যামার্কের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলি বর্ণনা করো।
১৪। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো।
১৫। "শীতকালে বয়স্ক মানুষ ও শিশুদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়" এরূপ তিনটি সমস্যার নাম লেখো ও উপসর্গ বিবৃত করো।
১৬। গঙ্গানদীর দুষণের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার তিনটি উদাহরণ দাও।
১৭। জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।
১৮। অভয়ারণ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।
১৯। নগরায়ন ও বিশ্ব উষ্ণায়ন কিভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করে লেখো।
২০। পরিবেশ গত কি কি কারণে ক্যান্সার হয়?
২১। JFM ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কীভাবে সদর্থক ভূমিকা পালন করে তা আলোচনা করো।
২২। জীববৈচিত্র্য হ্রাসের কারণ লেখো।
২৩। লিঙ্গ অনুপাত কি? ভারতের পপুলেশনে স্ত্রী সদস্য সংখ্যা কম হয় কেন? লিঙ্গ অনুপাত সামঞ্জস্য রাখতে কি করা উচিত?
২৪। পায়রার দেহে বায়ু থলির গুরুত্ব কি?
২৫। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা আলোচনা করো।
২৬। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো।
২৭। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো।
২৮। উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করে ঘোড়ার জীবাশ্ম কীভাবে অভিব্যক্তির স্বপক্ষে আলোচনা করো।
২৯। প্রানী মাইটোসিসের টেলোফেজ দশায় নিম্নলিখিত যে কী কী ঘটনা ঘটে? বেমতন্ত্র, নিউক্লিওলাস ও ক্রোমোজোম, নিউক্লিয়পর্দা, সস্য নিউক্লিয়াস বলতে কী বোঝ?
৩০। হরমোন ও উৎসেচকের পার্থক্য: বিষয়ে- উৎস, ক্রিয়া, বৈশিষ্ট্য। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা।
৩১। জিব্বেরেলিন হরমোনের তিনটি কার্য বর্ণনা কর। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লেখ।
৩২। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের পার্থক্য।
৩৩। মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো। মাইটোসিসের প্রফেজ দশার বৈশিষ্ঠ্য লেখ।
৩৪। মাছের গমনে পাখনার ভূমিকা / মায়োটোম পেশির ভূমিকা/পাখির উদ্দয়নে উড্ডয়ন পেশির ভূমিকা/পালক গুলির ভূমিকা/ মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা
৩৫। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধে/সমস্যা সমাধানে শিম্পাঞ্জীর দক্ষতার পরিচয় উদাহরণসহ লেখ। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৩৬। মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজন গুলি উল্লেখ কর। ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য গুলি কারণসহ লেখ।
৩৭। মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণ তত্ত্বগত প্রমাণ কিভাবে বিবর্তন কে সহায়তা করে?
৩৮। মেন্ডেলের সাফল্যের কারণ গুলি লেখ। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো।
৩৯। ক্রমবর্ধন জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা হতে পারে?
৪০। জীববৈচিত্র কি? মানবজীবনে জীববৈচিত্রের গুরুত্ব কি? জীববৈচিত্র হ্রাসের কারণ গুলি কি কি?
৪১। শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখ। মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশকে দূষিত করছে তিনটি উদাহরণসহ লেখ।
চিত্র:
১। একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। (ক) গ্রাহক (খ) সংজ্ঞাবহ স্নায়ু (গ) স্নায়ু কেন্দ্র (ঘ) চেষ্টীয় স্নায়ু।
২। প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) মেরু অঞ্চল (খ) বেমতত্ত্ব (গ) ক্রোমাটিড (ঘ) সেন্ট্রোমিয়ার।
৩। মানুষের চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করা: ক) তারা রন্ধ্র খ) কোরয়েড গ) কর্ণিয়া ঘ) লেন্স ঙ) আইরিশ চ) ভিট্রিয়াস হিউমার ছ) পীত বিন্দু জ) অপটিক স্নায়ু ঝ) অন্ধ বিন্দু।
৪। একটি প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) মেরু অঞ্চল (ঘ) বেমতত্ত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊