তিলকের লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ এ সিরিজ এগিয়ে গেল ভারত
কলকাতার ইডেন গার্ডেন্সের পর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামেও ইংল্যান্ডকে হারিয়ে ২-০ এ সিরিজ এগিয়ে গেল ভারত। তবে চেন্নাইয়ে জিততে লড়াই করতে হল ভারতের ব্যাটারদের। শনিবার চিপকে টস জিতে প্রত্যাশিতভাবেই আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কার্সের লড়াকু ইনিংসে ভর করে ১৬৫ রান তুলল ইংল্যান্ড। বাটলার করলেন ৪৫ রান। শেষদিকে কার্স ১৭ বলে ৩১ রান করেন। অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে দুটি উইকেট তুললেন। ৩৮ রান দিয়ে দুই উইকেট পেলেন বরুণ চক্রবর্তীও।
১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খারাপ করে ভারত। অভিষেক শর্মা মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদবও ফেরেন মাত্র ১২ রান করে। ব্যর্থ হন ধ্রুব জুরেল এবং হার্দিক পাণ্ডিয়াও। ২৬-এ ফেরে সুন্দর। শেষমেষ ম্যাচ এগিয়ে নিয়ে যায় তিলক। তিলক অপরাজিত থাকেন ৭২ রানে। ৫ বলে ৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবি বিষ্ণোই।
ইডেনের পর চিপকে জয়ের ফলে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের পরের ৩ ম্যাচ হওয়ার কথা রাজকোট, পুণে এবং মুম্বইয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊