দিনহাটা ১ নং চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


Dinhata Primary School Cycle 1 Annual Sports Competition
Photo Credit: Samir Roy


কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা ১ নং চক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের মাঠে ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

দিনহাটা ১ নং চক্র সম্পদ কেন্দ্রের মোট ৪ টি অঞ্চলের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এদিনের খেলায় অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা প্রতিযোগিতা করে।


প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেবে।

Dinhata Primary School Cycle 1 Annual Sports Competition
Photo Credit: Samir Roy

আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে দিনহাটা ১ নং চক্রের বিদ্যালয় অবর পরিদর্শক দ্রাবিড় দাস জানান- বুড়িরহাট ১ এবং ২, নাজিরহাট ১ এবং ২ অঞ্চলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রথম হয়েছিল, তারা আজ এই চক্র লেভেলে খেলার সুযোগ পেয়েছে। আজ যারা প্রথম হবে তারা মহকুমা স্তরে খেলার সুযোগ পাবে।"

Dinhata Primary School Cycle 1 Annual Sports Competition
Photo Credit: Samir Roy


খেলা কমিটির কো-অর্ডিনেটর মানস বৈষ্ণব জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি। "

Dinhata Primary School Cycle 1 Annual Sports Competition
Photo Credit: Samir Roy


এদিনের খেলায় মোট ১২ জন বিচারক এবং ২৫ জন জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক সমগ্র খেলাটি পরিচালনা করে। খেলা কমিটির যুগ্ম কো-অর্ডিনেটর সুশান্ত বর্মন জানান- "মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে প্রাথমিক বিদ্যালয়গুলির ছোট ছোট বাচ্চাদের খেলাধূলায় উৎসাহী করবার জন্য সর্বদা সচেষ্ট তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তার আর্থিক সহযোগিতায় আজ সার্কেল স্তরের খেলা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। দিনহাটা ১ নং সার্কেলের ৫০ টি স্কুলের ৬৮ জন ছাত্রছাত্রী আজকের খেলায় অংশ নেয়।"