Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার দুয়ারে সরকারে সহায়তা শিবির খুলল CPIM(M)

এবার দুয়ারে সরকারে সহায়তা শিবির খুলল CPIM(M)

এবার দুয়ারে সরকারে সহায়তা শিবির খুলল CPIM(M)


এবার দুয়ারে সরকারে সহায়তা শিবির খুলল সিপিআই(এম)। শুক্রবার পশ্চিম কুমারপাড়া এমএসকে- তে ছিল সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির।

সেখানেই মানুষের আবেদনপত্র জমা দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআই(এম)। শিবিরে আসা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের আবেদনপত্র পূরণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিপিআই(এম) কর্মীরা।

উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার,তপন গাঙ্গুলী, সুজিত চৌধুরী, সুরজ দাস, রুমন দত্ত, নীলাদ্রি মৈত্র প্রমূখ।

সিপিআই(এম) নেতা শুভাশিস সরকার জানিয়েছেন, নাগরিকদের ট্যাক্সের টাকাতেই বিভিন্ন সরকারি প্রকল্প চলে, ফলে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যাক এটাই আমরা চাই। আমরা দেখছি এখনো বহু মানুষ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আছেন, তাদেরকে আবেদন করানোর লক্ষ্যেই আমাদের এই সহায়তা কেন্দ্র। এদিন এই সহায়তা কেন্দ্রে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code