সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তপন বর্মন, বড়শাকদল, ২০ জানুয়ারি ২০২৫:
আজ দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের শুরুতেই বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা সাহা রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা মুক্তি রায়, উপ প্রধান ভবরঞ্জন বর্মন,সমাজসেবী মানিক বর্মন,পরেশ চন্দ্র অধিকারী,শিক্ষানুরাগী মনোজিত বর্মন,অজিত কর,বিমলেন্দু রায়,অজিত দেবনাথ সহ অন্যান্য ক্রীড়া অনুরাগী ব্যক্তি বর্গ ।
ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি শ্রী বাপ্পাদিত্য রায় বলেন "খেলাধুলার প্রতি ছাত্র ছাত্রীদের আরও বেশি অংশ গ্রহণের করতে হবে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নানান প্রতিভা বিকশিত করার সুযোগ সারাবছর ধরে যাতে ধারাবাহিক ভাবে করা হয় তার জন্য বিদ্যালয়কে সদর্থক ভূমিকা পালন করতে হবে। "
অনেক বক্তা বর্তমান সময়ে মোবাইলের অপব্যবহার , বিভিন্ন গেম এসবের হাত থেকে বাঁচাতে তাদের মাঠ মুখো করতে হবে বলে তাদের মূল্যবান মতামত রাখেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী জয়ন্ত কুমার রায় ক্রীড়া ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের আরো বেশি করে অ্যাক্টিভ থাকার পরামর্শ দেন।
এদিনের খেলায় মাঠে ছাত্র ছাত্রীদের দ্বারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠানকে আরো বেশি সুন্দর করে ও দর্শকদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊