Latest News

6/recent/ticker-posts

Ad Code

সকাল সকাল তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

সকাল সকাল তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

সকাল সকাল তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি


আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট এলাকাতে তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি।

জানা গিয়েছে, দক্ষিণ ডালিমপুর বুদার স্কুল সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়াল তারা। তছনছ করে একাধিক আলুর জমি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল সাত নাগাদ গ্রামে হাতি ঢুকে পড়ে এবং শুরু করে তাণ্ডব। হাতির হানায় গ্রামের একটি মন্দির, বেশ কয়েকটি গবাদি পশুরও ক্ষতি করে।

ক্ষীরেরকোট রেল গেট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান ভেঙে তছনছ করে দেয় হাতি।

এদিকে গোটা গ্রাম দাপিয়ে বেড়ানোর পর একটি হাতি ফিরে গেলেও অপর একটি দাঁতাল হাতি ক্ষীরেরকোট এলাকার রেল লাইনের পাশের একটি জঙ্গলে আশ্রয় নিয়ে আছে।

ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে আসেন। রয়েছে ফালাকাটা থানার পুলিশও।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়। ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে ওই গ্রামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code