West Bengal Weather Update: পৌষেও বৃষ্টি ! শীত নিয়ে বড় আপডেট!

West Bengal Weather Update




উত্তরবঙ্গে দুর্গা পূজার সময় থেকেই মূলত শীতল আবহাওয়া শুরু হলেও এখনো পর্যন্ত তেমন জাকিয়ে শীত পড়েনি। হাড় কাঁপানো শীতের এখনো দেখা মেলেনি। আর দক্ষিনেও একই অবস্থা । পৌষ মাস বিদায় নেওয়ার সময় চলে এলেও এবছর হাড় কাঁপানো শীত উধাও।


উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি জেলাগুলিতেও ডিসেম্বর মাস শেষ হতে চললেও কাপানো ঠান্ডা পড়েনি। এরই মাঝে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা।

West Bengal Weather Update


পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। শনি এবং রবিবার কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এদিকে ফের একবার তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ও কাল গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।