প্রাথমিক শিক্ষায় নানাবিধ বঞ্চনার প্রতিবাদে বিকাশ ভবনে অবস্থান কর্মসূচী 'উস্থি'র

Usthi' stands at Bikash Bhavan





গৌতম সাহা,বিধাননগর:

এ রাজ্যে ডি.এ নিয়ে অনেকদিন ধরেই ধারাবাহিক আন্দোলন করে আসছে সরকারী শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, নার্স,পঞ্চায়েত কর্মী, গ্রন্থাগারিক সহ একাধিক সংগঠনের মহামঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ।

এবার প্রাথমিক শিক্ষায় বিভিন্ন বঞ্চনা ও দুর্নীতি নিয়ে রাস্তার আন্দোলনে সামিল হলো সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম চালিকাশক্তি তথা এ রাজ্যের বৃহত্তর প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই এই সংগঠন পশ্চিমবঙগের প্রতিটি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে নয়নের মণি হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। যখন এ রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সবচেয়ে বেশী বঞ্চনার স্বীকার এবং অন্যান্য সংগঠনগুলি প্রায় শীতঘুমে চলে গেছে তখন একমাত্র এই সংগঠনই রাস্তার লড়াই এমনকি কোর্টের লড়াইয়ে সামিল হয়ে সরকারের চোখে চোখ রেখে বলতে পেরেছে যে এ রাজ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সঙগে ঘটে চলা সরকারী বঞ্চনা ও নানা দুর্নীতি আর চলতে দেওয়া যাবে না।

Usthi' stands at Bikash Bhavan

আর এই লক্ষেই আজ বিকাশভবন ও এপিসি ভবনে এই সংগঠনের দুই দল প্রতিনিধী ডেপুটেশন দিয়ে নানা সমস্য,বঞ্চনার কথা আধিকারিকদের কাছে উপস্থাপন করেন।

প্রসঙগত উল্লেখযোগ্য আজকের এই ডেপুটেশন তথা অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কোর্টের অর্ডারের মাধ্যমে সংগঠিত হয় কারণ এই

কর্মসূচীর অনুমতি বিধাননগর কমিশনারেট সংহিতা ১৬৩ ধারা জারি রেখে বাতিল করে দেয়। আজ বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা অবধি চলে এই কর্মসূচী। দাবীগুলির মধ্যে প্রাথমিক স্কুলে কম্পিউটার শিক্ষা, কম্পোজিট গ্রান্ট, প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট, WBHS মেডিকেল স্কিম প্রদান,স্বচ্ছ বদলী নীতি, বার্ষিক ক্রীড়ায় নায্য অর্থ সাহায্য,শিক্ষকদের অফলাইন ট্রেনিং, নোশনাল সহ বেতন সংশোধন, ক্লাস ভিত্তিক শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রীদের পোষাক দুর্নীতির অবসান, মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধি সমেত আরও বেশ কিছু দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সফল ডেপুটেশন দেওয়ার পর সভায় এসে সংগঠনের সম্পাদক ভাস্কর ঘোষ বিষয়গুলি নিয়ে সরকার পক্ষের সঙগে অলোচনা কি হয়েছে তা তুলে ধরেন। তিনি দৃঢ় কন্ঠে জানান সমস্ত বিষয়গুলির শেষ দেখে ছাড়বেন। কয়েকদিন পর এসে সমস্যার সমাধান কি ভাবে হতে চলেছে তার ফলোআপ করবেন।

Usthi' stands at Bikash Bhavan