Uniform Civil Code: 'এক দেশ, এক ভোট' এর পর এবার ইউনিফর্ম সিভিল কোড!
'এক দেশ, এক ভোট' বিল সংসদে পেশ হয়েছে। এক দেশ, এক ভোট'(One Nation One Vote) বিল লোকসভায় পেশের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মুখে নয়া দাবি। আগেই সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। এবার পালা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি-র।
শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, দেশের সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে চ্যালেঞ্জের সুরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন,"আমরা দেশের সব কটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালু করব, এই বিষয়ে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
এরপর কংগ্রেসকে আক্রমণ করে শাহ বললেন, "মুসলিম পার্সোনাল ল’ নিয়ে কংগ্রেসের আপোসের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হয়ে গিয়েছে। আমি চাই তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাক।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অভিযোগ করেন, যেদিন নেহেরু অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু না করে মুসলিম পার্সোনাল ল’ এবং হিন্দু কোড বিল পেশ করলেন, সেদিন থেকেই এ দেশে তোষণের রাজনীতির সূত্রপাত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রশ্ন, এক দেশে দুই বিধান কেন হবে? ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় আইন কেন? কংগ্রেসকে এ নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করেছে। আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊