আন্তর্জাতিক টি২০-তে বড় নজির গড়লেন রিচা 

Richa Ghosh


মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির গড়লেন রিচা ঘোষ। বৃহস্পতিবার নবি মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই নজির গড়লেন তিনি। যদিও তিনি ছাড়াও এই নজির রয়েছে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ডেরও।



শেষপর্যন্ত ২১ বলে ৫৪ রান করেন বাংলার মেয়ে। যখন ১৪.৪ ওভারে তিন উইকেটে ১৪৩ রানে ভারত তখন মাঠে নামেন রিচা। স্মৃতি মন্ধানা, জেমিমা রদ্রিগেজের তৈরি করা মঞ্চে বিধ্বংসী ইনিংস খেলেন রিচা। ২১ বলে ৫৪ রান করেন। তিনটি চার ও পাঁচটি ছক্কায় ২৫৭.১৪ রেট। ১৯.৫ ওভারে প্যাভিলিয়নে ফেরেন রিচা।



রিচার সেই ঝড়ের সুবাদে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১৭ রান তুলেছে ভারত। ৪৭ বলে ৭৭ রান করেছেন অধিনায়ক স্মৃতি। ২৮ বলে ৩৯ রান করেছেন জেমিমা। ২২ বলে ৩১ রান করেছেন রাঘবি বিস্ত। শেষমেষ ২১৭ রানের স্কোর গড়ে ভারত।