Shyam Benegal Passes Away: প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগল
ভারতীয় সিনেমার জগতে নক্ষত্রপতন। ৯০ বছর বয়েসে প্রয়াত হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগল।
দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন তিনি। সোমবার মুম্বইয়ে সন্ধ্যে ৬.৩০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে মৃত্যুর খবর নিসছিত করেছেন।
সপ্তাহে প্রায় তিনবার ডায়ালিসিস করাতে হত প্রবীন পরিচালককে। জীবনযুদ্ধে তবু হাসি মুখেই লড়ছিলেন। তবে সোমবার সন্ধ্যায় থামল লড়াই। তারাদের দেশে চলে গেলেন ভারতীয় সমান্তরাল সিনেমার বড় তারা বেনেগল।
বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছিলেন শ্যাম বেনেগল। তাঁর সিনেমা মানেই জীবনের জলছবি। ১৯৭৪ সালে শাবনা আজমিকে নিয়ে অঙ্কুর সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন শ্যাম বেনেগল। এরপর শশী কাপুর, নাসরুদ্দিন শাহ, শাবনা আজমি-কে নিয়ে 'জুনুন' বলিউড সিনেমাকে আলাদা মাত্রা দেয়। বলিউড সিনেমা মানেই বিনোদনের মশলার বাইরে জীবনের জলছবি তা বেনেগলের সিনেমা প্রমাণ করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের মৃত্যুর পর তার শোক প্রকাশ করেছেন, তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
90 বছর বয়সী বেনেগালকে "ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ" হিসাবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেছেন- "আমাদের আইকনিক চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকাহত। ভারতীয় সমান্তরাল সিনেমার একটি স্তম্ভ। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊