Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপির মন্ডল সহ সভাপতি

দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপির মন্ডল সহ সভাপতি

Mandal Vice President of BJP got a house by calling Didi Bolo



কোচবিহার:

বাংলা আবাস যোজনার তালিকায় আসেনি নাম, দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে ঘরের তালিকায় নাম বিজেপি নেতার।

আবাস যোজনার ঘরের তালিকায় নাম এল বিজেপি নেতা তথা মাথাভাঙ্গা ৪ নং মন্ডলের সহ-সভাপতি সুরেন্দ্র বর্মনের। বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি এলাকায়। আবাসের আধিকারিকরা তার বাড়িতে এসে সার্ভেও করে যান। জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন,খুবই দরিদ্র অবস্থা এমনকি ভাঙাচোরা টিনের ঘরে বাস তার।

তবে আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। বিজেপির ওই নেতা তথা বিজেপির মন্ডল সহ-সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথাভাঙ্গা ৪ নং মন্ডলের বিজেপির সহ-সভাপতি। আবাসের তালিকায় তার নাম না আসায় গত ছয় মাস আগে তিনি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আবাসের আধিকারিকরা তার বাড়ি সার্ভে করে গিয়েছেন।

এদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরেই দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও।

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন দিদিকে বলো তে ফোন করে ঘর পেলেন BJP নেতা আর অন্যদিকে ওদের নেতারাই সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code