স্যোসাল মিডিয়ায় ঝড় তুললো বাংলাদেশী নায়িকা জয়া আহসান
বাংলাদেশী নায়িকা জয়া আহসানের (Jaya Ahsan) জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গেও তার একটা বড় রকমের গুণমুগ্ধ ভক্ত রয়েছে। ইতিমধ্যে কলকাতার একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। কলকাতার সিনে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা রয়েছে তার। আজ কিছু ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার করে মুহূর্তে ভাইরাল হয়েছে।
জয়ার (Jaya Ahsan) আবেদনময়ী রূপ শাড়ির ভাঁজ ছাড়িয়ে ধরা দিচ্ছে নেটিজেনদের মনে। নিজেকে রবি বর্মার চিত্রের নায়িকা হিসাবে ধরা দিয়েছে জয়া এই ছবি গুলিতে।
তিনি নিজেই জানিয়েছেন, প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন তিনি।
ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী (Jaya Ahsan) লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। জয়ার শৈল্পিক ছবিগুলো দারুণ সাড়া ফেলেছে অন্তর্জালে।
দিন দুই আগেই জানা গেছে, তাঁর (Jaya Ahsan) অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর তারপরই আজ তার এই ছবি মাত্র ১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১১ হাজারের বেশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊